বিজনেসটুডে২৪ ডেস্ক
মায়ানমারে ২০২০ সালের ভোটে জিতে ক্ষমতায় এসেছিলেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির নেত্রী আউং সান সু চি। গত ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থান ঘটিয়ে দেশে ক্ষমতায় আসে সেনাবাহিনী। এবার সেনাবাহিনী ঘোষণা করল, ২০২০ সালের ভোট অবৈধ। কারণ তদন্ত করে সেই ভোটে ১ কোটি ১০ লক্ষ অনিয়মের কথা জানা গিয়েছে। সেনাবাহিনীর ‘নির্বাচন কমিশন’ বিবৃতি দিয়ে বলেছে, “কোভিড বিধির অপব্যবহার করে বিরোধীদের ভোটে হারিয়ে দিয়েছে সু চি-র এনএলডি। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়নি। তাই ২০২০ সালের নির্বাচন বাতিল ঘোষণা করা হচ্ছে।” ৫ কোটি ৪০ লক্ষ জনসংখ্যার দেশ মায়ানমারে ফের ভোট হবে কিনা জানাননি সেনাবাহিনীর মুখপাত্র।
এর আগে সেনাশাসকরা জানিয়েছিলেন, তাঁরা আগামী দু’বছরের মধ্যে দেশে ভোট করাবেন। সেই সঙ্গে সু চি-র দল ভেঙে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছিল। সেনা অভ্যুত্থান হওয়ার পর থেকেই বন্দি আছেন সু চি। তাঁর বিরুদ্ধে কোভিড বিধিভঙ্গ, বেআইনিভাবে ওয়াকি টকি আমদানি সহ অনেকগুলি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর ১০ বছরের বেশি জেল হতে পারে।
সেনাবাহিনী ক্ষমতায় আসার পর থেকেই গণবিক্ষোভ শুরু হয়েছে মায়ানমারে। সেনার গুলিতে নিহত হয়েছেন অন্তত ৯০০ জন বিক্ষোভকারী। রাষ্ট্রপুঞ্জের চাইল্ডস রাইটস কমিটি বিবৃতিতে বলেছে, সেনা অভ্যুত্থানের পর থেকে অন্তত ৭৫ জন শিশু নিহত হয়েছে। আটকে রাখা হয়েছে অন্তত হাজার শিশুকে। বেশিরভাগ শিশুই শিক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত।