Home বিনোদন মারা গেছেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ

মারা গেছেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: করোনায় মারা গেছেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

ফরিদ আহমেদের ছোট মেয়ে লিয়ানা খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বিশ দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছিলেন ফরিদ আহমেদ।

এদিকে সর্বশেষ অবস্থা জানিয়ে ফরিদ আহমেদের শ্যালক মিল্টন জানান, এখনও ফরিদ আহমেদের মরদেহ হাসপাতালে রয়েছে। দুপুর সাড়ে বারোটায় এখান থেকে সরাসরি মারকাজুলে নেয়া হবে। সেখানে গোসল শেষে কোভিড নিয়ম মেনে হবে জানাজা।

মিল্টন বলেন, পারিবারিকভাবে তার দাফন কোথায় হবে, আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। তবে আমাদের ইচ্ছে আজিমপুর কবরস্থান।

১১ এপ্রিল থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন বরেণ্য এই সুরকার ও সংগীত পরিচালক।

তারও আগে মার্চের শেষ সপ্তাহে সস্ত্রীক করোনা পজিটিভ ধরা পড়ে ফরিদ আহমেদের। ২৫ মার্চ রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। স্ত্রী শিউলি আক্তারের অবস্থা ভালো হলেও ফরিদ আহমেদের তেমন কোনও উন্নতি হয়নি।

চিকিৎসকরা জানান, করোনার কারণে ফুসফুসের ৬০ ভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। সঙ্গে ছিলো ডায়াবেটিস।

বহু কালজয়ী গানের সুরকার ফরিদ আহমেদ। তার সুর করা আলোচিত গানের মধ্যে রয়েছে চ্যানেল আইয়ের ‘আজ জন্মদিন’, ‘ক্ষুদে গানরাজ’, ‘হৃদয়ে মাটি ও মানুষ’, সেরা কণ্ঠ প্রতিযোগিতার থিম সং, রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে ‘তুমি আমার জীবনের গহিনে’ ইত্যাদি। এছাড়াও তিনি ‘ইত্যাদি’ ম্যাগাজিনের টাইটেল সং ‘কেউ কেউ অবিরাম চুপি’, কুমার বিশ্বজিতের গাওয়া ‘তুমি ছাড়া আমি যেন মরুভূমি’, ‘মনেরই রাগ অনুরাগ’, রুনা লায়লার ‘ফেরারী সাইরেন’, রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনের কণ্ঠে ‘দলছুট প্রজাপতি’র সুর করেন।

২০১৭ সালে সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফরিদ আহমেদ। ‘তুমি রবে নীরবে’ সিনেমায় সংগীত পরিচালনার জন্য এ পুরস্কার অর্জন করেন তিনি।