Home First Lead মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১২০০ রিংগিত সর্বনিম্ন মজুরি

মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১২০০ রিংগিত সর্বনিম্ন মজুরি

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে। সেখানে সর্বনিম্ন মজুরি হবে ১২০০ রিংগিত। বাংলাদেশি টাকা য় তা প্রায় ২৪,৪২০ টাকা।

প্রায় ৩ বছর বন্ধ থাকার পর উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। ২০১৮ সালে মালয়েশিয়ার ক্ষমতায় ফিরে মাহাথির মোহাম্মদ সরকার নাজিব রাজাকের আমলে সই হওয়া ‘জিটুজি প্লাসে’ কর্মী নিয়োগে পাঁচ হাজার কোটি টাকারও বেশি দুর্নীতির অভিযোগ তোলেন। মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ক্ষেত্রে সিন্ডিকেট বাণিজ্য বন্ধ করে মাহাথির মোহাম্মদের সরকার কর্মী নিয়োগ বন্ধ করে দিয়েছিলো। এ নিয়ে গত কিছুদিন ধরে দু’পক্ষের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছিলো।

কর্মি নিয়োগের ব্যাপারে রবিবার দু’দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হবে। স্মারক সই হলে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে বাধা অপসারিত হবে। তারপর মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান চাহিদা জানালে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো শুরু হবে। সব ঠিক থাকলে এ মাসেই কর্মী পাঠানো শুরু হবে। সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে এবারের সমঝোতা স্মারকে পরিবর্তন আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো :জি-টু-জি প্লাস পদ্ধতির উল্লেখ থাকছে না, যুক্ত হচ্ছে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সি।  থাকছে কর্মীদের বাধ্যতামূলক বিমা। কর্মীদের দেশে ফেরার ব্যবস্থা ও খরচ বহন করবে নিয়োগদাতা। তাতে অবৈধ হওয়ার আশঙ্কা কমে যাবে। চুক্তির মেয়াদে কর্মীদের দায়িত্ব নিতে হবে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সিকেও। এতে এজেন্সির প্রতারণা ও হয়রানি কমবে। কর্মীদের বয়স নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত। এতে দীর্ঘ সময় মালয়েশিয়ায় কাজের সুযোগ পাওয়া যাবে।

কর্মী নিয়োগের ব্যাপারে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের প্রথম আনুষ্ঠানিক চুক্তি হয়েছিলো ১৯৯২ সালে।কয়েক বছর চলার পর বন্ধ হয়ে যায় তা।

এরপর ২০০৬ সালে আবার শুরু করে বাংলাদেশ।  কিন্তু বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশী ধরা পড়ার পর ২০০৯ সালে মালয়েশিয়ায় শ্রমবাজারে বাংলাদেশকে নিষিদ্ধ করা হয়।  এরপর আবার দু’দেশের মধ্যে আলোচনার পর ২০১২ সালে নতুন চুক্তি হয় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে। কিন্তু কর্মি প্রেরণে সিন্ডিকেটের দৌরাত্মসহ নানা অভিযোগে ২০১৮ সালে সেটি বন্ধ করে মাহাথির মোহাম্মদের সরকার।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়া দীর্ঘদিন বন্ধ ছিল। আমাদের অব্যাহত প্রচেষ্টার ফলে শ্রমবাজারটি পুনরায় উন্মুক্ত হতে যাচ্ছে। শিগগিরই দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। আশা করছি, এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে বহু সংখ্যক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’

মালয়েশিয়ার গণমাধ্যম ‘ফ্রি মালয়েশিয়া টুডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার একচেটিয়া অগ্রাধিকার পাচ্ছেন বাংলাদেশি কর্মীরা। সমঝোতা স্মারকে স্বাক্ষরের পরই বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যকর করা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান। বৃক্ষরোপণ, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন, নির্মাণ ও গৃহকর্মী নিয়োগের জন্য শ্রমবাজার উন্মুক্ত হবে বলে জানান মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী।