বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: মাস্কের ব্যবহার নিশ্চিত করতে নগরীতে বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময়ে ৩০ জনকে ৬ ঘণ্টার আটকাদেশ দেয়া হয়েছে। এছাড়া, ৪৫ জনকে অর্থদণ্ড করা হয়েছে সাড়ে ১৫ হাজার টাকা।
টেরিবাজার, চেরাগি মোড়, কোতোয়ালি মোড়সহ বিভিন্ন এলাকায় ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এসময় মাস্ক না থাকায় অনেক পথচারীর মাঝে মাস্ক বিতরণও করা হয়। তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কেউ স্বাস্থ্যবিধি না মানলে আগামীতে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে
মাস্ক পরা বাধ্যতামূলক হলেও অনেকে মাস্ক না পরে বাইরে বের হচ্ছেন। মাস্কের ব্যবহার নিশ্চিত করতে বৃহস্পতিবার সকাল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।