Home First Lead মা-শিশু হাসপাতালে ৭টি ভেন্টিলেটার দিচ্ছেন শিল্পপতি আমিরুল

মা-শিশু হাসপাতালে ৭টি ভেন্টিলেটার দিচ্ছেন শিল্পপতি আমিরুল

মো. আমিরুল হক

আকতার হোসেন:

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: করোনায় আক্রান্ত সংকটাপন্ন রোগীদের জন্য ভেন্টিলেটারের গুরুত্ব বিশাল। তাদের জীবন-মৃত্যু নির্ভর করে ভেন্টিলেটার থাকার ওপর। রোগী যখন শ্বাস-প্রশ্বাস নিতে পারে না তখন কৃত্রিমভাবে তাকে শ্বাস নেওয়ায় এই ভেন্টিলেটার। কৃত্রিমভাবে অক্সিজেন জোগানো এবং কার্বন ডাই অক্সাইড বের করে আনার এই যন্ত্রটির হাহাকার চলছে দেশজুড়ে। এমন সংকটে চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালকে ৭টি ভেন্টিলেটার দিচ্ছেন প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিরুল হক।

বুধবার সকালে সার্কিট হাউসে সরকারি উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে ভেন্টিলেটারগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে হাসপাতাল কার্যনির্বাহি কমিটির কাছে। বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, ডেপুটি কমিশনার মোহাম্মদ ইলিয়াস হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

কমিটির ট্র্রেজারার রেজাউল করিম আজাদ বিজনেসটুডে২৪ প্রতিনিধিকে এই তথ্য জানান।

মা-শিশু হাসপাতালকে ইতিপূর্বে এস আলম গ্রুপ দু’টি ভেন্টিলেটার দিয়েছে। হাসপাতালে আগে থেকে রয়েছে ১১টি।

রেজাউল করিম আজাদ জানান, এই ৭টির পর আপাতত হাসপাতালটি ভেন্টিলেটারে স্বয়ংসম্পূর্ণ হবে। এখন প্রয়োজন হবে কেবল নগদ অর্থের, বিভিন্ন খাতে ব্যয় মেটানোর জন্য। বিশেষত করোনা ইউনিটের চিকিৎসক, কন্সালট্যান্ট, নার্স, এমএলএসএসসহ অন্যদের বেতন-ভাতা পরিশোধের জন্য প্রয়োজন নগদ টাকা।

আরও জানান, এফবিসিসিআই ও চিটাগাং চেম্বারের সাবেক পরিচালক শিল্পপতি মো. আমিরুল হক অনেক আগে থেকে সহায়তা করছেন মা-শিশু হাসপাতালকে। হাসপাতালের নতুন প্রকল্পের নির্মাণ কাজে প্রয়োজনীয় সব সিমেন্ট প্রিমিয়ার থেকে দেয়া হচ্ছে নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি ব্যাগে ৫০ টাকা ডিসকাউন্টে। নির্মিয়মান ১২ তলা ভবনের জন্য দেয়া হচ্ছে। পরবর্তীতে ক্যান্সার ইউনিটের নতুন ভবনের জন্যও দেয়া হবে। এভাবে সহায়তায় এগিয়ে আসার জন্য কার্যনির্বাহি কমিটির পক্ষ থেকে মো. আমিরুল হকের প্রতি কৃতজ্ঞতা জানান কমিটির ট্রেজারার রেজাউল করিম আজাদ।

আমদানি করা ঐ ৭টি ভেন্টিলেটার সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কাস্টমস আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চট্টগ্রামের উদ্দেশে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সেগুলো পৌঁছে যাবে।

ভেন্টিলেটার ফুসফুসে কৃত্রিমভাবে অক্সিজেন জোগায় এবং কার্বন ডাই অক্সাইড বের করে আনে। অর্থাৎ রোগী যখন নিজে নিজে শ্বাসপ্রশ্বাস নিতে পারে না, তাকে কৃত্রিমভাবে শ্বাস নেওয়ায় ভেন্টিলেটার।

মা-শিশু হাসপাতাল