Home চট্টগ্রাম মিথ্যা ঘোষণায় প্রসাধনী সামগ্রি ও সার্কিট ব্রেকার আমদানি

মিথ্যা ঘোষণায় প্রসাধনী সামগ্রি ও সার্কিট ব্রেকার আমদানি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: ব্যবহৃত পুরনো পাওয়ার লুম আমদানির ঘোষণা দিয়ে, ঘোষণা বহির্ভূত ও আমদানি নিষিদ্ধ পণ্য নিয়ে আসায় চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। আটককৃত চালানটি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন এআইআর শাখার সহকারী কমিশনার মো. রেজাউল করিম চৌধুরী।

জানা যায়, মেসার্স সোহেল টেক্সটাইল নামক আমদানিকারক প্রতিষ্ঠানটি দক্ষিণ কোরিয়া থেকে ব্যবহৃত পুরনো পাওয়ার লুম আমদানির ঘোষণা দিয়ে তিন কন্টেইনার পণ্য আমদানি করে। আমদানিকৃত ৬৯ হাজার ৫৬৯ কেজি ব্যবহৃত মেশিনারি খালাসের জন্য ১৭ জানুয়ারি কাস্টম হাউসে এন্ট্রি (বি/ই নম্বর- ১০২২১৫) করা হয়। চালানটি খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ‘মল্লিকা ট্রেডার্স’।

গোপন সংবাদের ভিত্তিতে কন্টেইনারগুলো আটক করে চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর টিম। এ সময় কন্টেইনারগুলোতে পরীক্ষা চালানো হলে আমদানি নিষিদ্ধ ৩০ হাজার ৮৫০ কেজি সার্কিট ব্রেকার ও উচ্চশুল্কের পণ্য শ্যাম্পু, বিভিন্ন ব্রান্ডের সাবান, বডি লোশন, শাওয়ার জেল, ফেস ক্রিম ও পর্দার কাপড় পাওয়া যায়।

মো. রেজাউল করিম চৌধুরী জানান, আমদানিকারক প্রতিষ্ঠান কাস্টম হাউসের রেয়াতি সুবিধায় ব্যবহৃত পুরনো পাওয়ার লুম আমদানির ঘোষণা দিয়ে আমদানি নিষিদ্ধ ও ঘোষণা বহির্ভূত উচ্চশুল্কের পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে আনে। গোপন তথ্যের ভিত্তিতে চালানটি আটক করে বাজেয়াপ্ত করার প্রক্রিয়ায় রয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ঘোষণা বহির্ভূত উচ্চশুল্কের পণ্য আমদানি করায় কাস্টম বিধি অনুযায়ী প্রযোজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।