বিজনেসটুডে২৪ প্রতিনিধি
মিরসরাই ( চট্টগ্রাম ): চিকিৎসার জন্য হাসপাতালে ডাক্তারের কাছে যাওয়ার পথে মাইক্রোবাসের ধাক্কায় ফিরোজা বেগম (৫৪) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফিরোজা বেগম মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ভূঁইয়া গ্রাম এলাকার মুজিবুল হক মিস্ত্রী বাড়ির এনামুল হকের স্ত্রী। পুলিশের ভাড়া করা একটি মাইক্রোবাসের চাপায় তিনি মারা গেছেন। মাইক্রোবাসটিতে করে থানা থেকে কয়েকজন আসামিকে আদালতে নেয়া হচ্ছিল ঐ সময়ে।
নিহতের ছেলে মহিউদ্দিন বলেন,‘আমার মা ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিল। ঠাকুরদিঘী এলাকায় মহাসড়কে জোরারগঞ্জ থানার পুলিশের আসামী বহনকারী একটি নোহা গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে মায়ের মৃত্যু হয়।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেছেন, ঠাকুরদিঘী এলাকায় রাস্তা পার হওয়ার সময় আসামি বহনকারি মাইক্রোর সামনে পড়ে মারা গেছেন ফিরোজা বেগম। পরে আসামিদের অন্য গাড়ি করে আদালতে পাঠানো হয়েছে। মাইক্রোটি জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশে হেফাজতে রয়েছে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক মোমিতা রায় জানান, দুর্ঘটনায় কবলিত নারী হাসপাতালে আনার আগে মারা গেছেন। শরীরের বেশ কয়েকটি স্থানে আঘাত পেয়েছেন।
মিরসরাই জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার জানান, আসামী বহককারী গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়ির চালকে আটক করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।