বিজনেসটুডে২৪ ডেস্ক
মিয়ানমারে শনিবার সশস্ত্র বাহিনী দিবসে বিক্ষোভকারীদের ওপর ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে জান্তা সরকার। এতে প্রাণ গেছে শিশুসহ অন্তত ১১৪ জনের।
শনিবার (২৭ মার্চ) মিয়ানমার জুড়ে এই হতাহতের ঘটনা ঘটে। এদিন সশস্ত্র বাহিনী দিবস পালন করে দেশটির সেনাবাহিনী।
দিবসটিকে কেন্দ্র করে আগের দিন বিক্ষোভকারীদের মাথা ও পিঠে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। সেই হুমকি উপেক্ষা করেই রাজপথে নামেন হাজার হাজার মানুষ। তখনই তাদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়।
ওইদিন ইয়াঙ্গুন, মান্দালেসহ অন্তত ৪০ টি শহরে বিক্ষোভ হয়। কিছু কিছু এলাকায় বিমান হামলা চালায় সেনাবাহিনী। মান্দালেতেই নিহত হয়েছে শিশুসহ অন্তত ৪০ জন। ইয়াঙ্গুনে প্রাণ গেছে আরও ২৭ জনের। স্থানীয় গণমাধ্যম ‘মিয়ানমার নাউ নিউজ’ এই সংবাদ প্রকাশ করেছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, দেশটিতে নির্যাতনের নতুন মাত্রা যোগ করেছে জান্তা সরকার। স্থানীয় মানবাধিকার সংগঠন অ্যাসিসটেন্ট এসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজোনাসসের তথ্যমতে, এ পর্যন্ত দেশটিতে মোট নিহত হয়েছে ৪৪০ জন।