Home কক্সবাজার মিয়ানমার থেকে ভারতে স্বর্ণপাচারের সময় আটক ১

মিয়ানমার থেকে ভারতে স্বর্ণপাচারের সময় আটক ১

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কক্সবাজার: রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টে ছয়টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই ব্যক্তিকে আটক করা হয় বলে বিজিবি রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।

আটক মো. আবছার উদ্দিন (১৯) কক্সবাজারের উখিয়ার রহমতেরবিল গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা ছয়টি স্বর্ণের বারের ওজন প্রায় ৯৯৬.৩২ গ্রাম যার মূল্যমান প্রায় ৬০ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, বিজিবি রামু ব্যাটালিয়ন নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে আন্তর্জাতিক চোরাচালানী চক্রের একজন সদস্য বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে। এমন তথ্যে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে একটি সিএনজি অটোরিকশা তল্লাশিকালে যাত্রীর আচরণ সন্দেহজনক হয়। পরে তাকে সিএনজি থেকে নামিয়ে অধিনায়কের উপস্থিতিতে তল্লাশি করা হলে কোমরে প্যান্টের ভেতর অভিনব কৌশলে লুকানো অবস্থায় ছয়টি স্বর্ণের বার জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আবছার জানায়- ওই স্বর্ণের বারগুলো রবিবার সকালে বালুখালী সীমান্ত অতিক্রম করে ৩৬ লাখ টাকায় মিয়ানমার থেকে কেনার পর দুপুরে বাংলাদেশে প্রবেশ করে সে।

আবছার জানায়, এই বারগুলো ঢাকা-সিলেট হয়ে ভারতে পাচার করছিল। ভারতীয় স্বর্ণ পাচারকারীরা তাকে এর বিনিময়ে তিন লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

স্বর্ণ চোরাচালানে জড়িত থাকায় আবছারকে আটক করে রামু থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বার কক্সবাজার ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে ।