বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ময়মনসিংহ: ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছা উপজেলার ভাবকি-চেরুমন্ডলে ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪জন।
সোমবার বেলা ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশি সূত্রে জানা যায়, মুক্তাগাছা থেকে একটি ট্রাক (টাঙ্গাইল-ট-০২-০৪৯২) ভাবকি-চেরুমন্ডল নামক স্থানে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রোড দিয়ে বেপরোয়া গতিতে যাওয়ার সময় বিপরীতে কালীবাড়ী থেকে মুক্তাগাছাগামী যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনা স্থলেই নিহত হন। অটোরিকশার চালকসহ আহত ৪ জনকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিহতরা হলেন, উপজেলার বিনোদবাড়ি মোনকোন গ্রামের মাওলানা নজরুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম (৪০) ও তার ৩ বছর বয়সী শিশু কন্যা আদিবা এবং গোড়শাইল গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক মৃনাল কাস্তি দাশ (৬৫)।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহাম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন জনের লাশ উদ্ধার করে । আহত ৪ জনকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি থানায় আনা হয়েছে।