বিজনেসটুডে২৪ ডেস্ক
মুজিব শতবর্ষ উপলক্ষে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে কবিতা উৎসব ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৩মার্চ ) বিকাল সাড়ে চারটায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.শিরীণ আখতার, ভারতীয় সহকারি হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী, হাটখোলা ফাউন্ডেশনোর সহ-সভাপতি কাজী রুনু বিলকিস।
অনুষ্ঠানে রয়েছে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ।
কবিতা পাঠ করবেন, স্বপন দত্ত, খুরশীদ আনোয়ার, ওমর কায়সার, আবু মুসা চৌধুরী, রিজোয়ান মাহমুদ, আকতার হোসাইন, জিন্নাহ চৌধুরী, কামরুল হাসান বাদল, সেলিনা শেলী, শুকলাল দাশ, ভাগ্যধন বড়ুয়া, মনিরুল মনির, আলী প্রয়াস, শাধব দীপ, শাহীন মাহমুদ, আজিজ কাজল, রিমঝিম আহমেদ ও মাইনুর নাহার ।
এছাড়াও কবিতা আবৃত্তি করবেন রাশেদ হাসান, মিলি চৌধুরী, কংকন দাশ, প্রনব চৌধুরী, মিশফাক রাসেল, ফারুক তাহের, বিশ্বজিৎ পাল, সেলিম রেজা সাগর,এ টি এম সাইফুর রহমান, রুনা চৌধুরী, বর্ষা চৌধুরী, সেজুঁতি বড়–য়া, উমেসিং মারমা উর্মি।
সংগীত পরিবেশন করবেন আবদুর রহিম, শাহরিয়ার খালেদ, ইকবাল হায়দার, লাকী দাস।
-সংবাদ বিজ্ঞপ্তি।