Home খেলাধুলা মুজিব শতবর্ষ ভোলা জেলা ক্রিকেট লীগের উদ্বোধন 

মুজিব শতবর্ষ ভোলা জেলা ক্রিকেট লীগের উদ্বোধন 

বেলুন উড়িয়ে উদ্বোধন মুজিব শতবর্ষ ভোলা জেলা ক্রিকেট লীগ
মহিউদ্দিন ভোলা, ভোলা থেকে:  ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোলায় শুরু হয়েছে মুজিব শতবর্ষ ভোলা জেলা ক্রিকেট লীগ ২০২১-২০২২।
 বৃহস্পতিবার বিকেলে  ভোলার গজনবী স্টেডিয়ামে লীগের  আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজবাহ উদ্দিন বলেন,  খেলাধুলায় বিশেষ করে ক্রিকেট খেলায় বাংলাদেশ আজ সারা বিশ্বে অনন্য স্বাক্ষর রেখেছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলোয়াড়দের প্রতি অত্যন্ত আন্তরিক। খেলা এবং খেলোয়াড়দের উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
তিনি আরও বলেন দেশের নবীন তরুণ যুব সমাজকে খেলাধুলাতে বেশি বেশি অংশ গ্রহণ করতে হবে। তা হলে যুব সমাজ মাদক থেকে মুক্ত থাকবে। এজন্য  খেলাধুলায় অনেক বেশি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে।
ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগির খান আলো, ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন প্রমূখ।
 লীগে মোট ১০ টি দল অংশ গ্রহণ করছে। শুক্রবার উদ্বোধনী ম্যাচে কালীনাথ রায় বাজার একাদশ বনাম কালিবাড়ী একাদশ অংশ নিবে। আগামী ৯ মার্চ ফাইনাল ম্যাচ  হওয়ার কথা ।