Home শেয়ারবাজার মুনাফায় ফিরেছে সিএপিএম বিডিবিএল ফান্ড

মুনাফায় ফিরেছে সিএপিএম বিডিবিএল ফান্ড

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড লোকসান থেকে মুনাফায় ফিরেছে।

আগের অর্থবছরের ছয় মাসে লোকসান হলেও ফান্ডটির চলতি (জুলাই-ডিসেম্বর, ২০২০) হিসাব বছরের ছয় মাসে মুনাফা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের তিন মাসে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.৯৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইউনিট প্রতি লোকসান ছিল ০.৬১ টাকা।

হিসাব বছরের ছয় মাসে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ১.২০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইউনিটপ্রতি লোকসান ছিল ০.৬০ টাকা।

২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এএভিপিইউ) দাঁড়িয়েছে ১০.৪৮ টাকা।