Home Third Lead মুরাদপুরে সুজনের ক্যারাভান কর্মসূচি

মুরাদপুরে সুজনের ক্যারাভান কর্মসূচি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: নগরবাসীর ভোগান্তির কথা শুনতে এবার মুরাদপুর ও বালুছড়া এলাকায় ক্যারাভান কর্মসূচি শুরু করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে চসিক কর্মকর্তাদের নিয়ে স্কুটি চালিয়ে এলাকা পরিদর্শন করে নগরবাসীর দুর্ভোগের খোঁজ খবর নেন তিনি।

এ সময় মুরাদপুরের বাসিন্দারা সড়কে ধীর গতিতে চলমান কাজের অভিযোগ করলে প্রশাসক বলেন, বৃষ্টির কারণে সড়কে কাজের গতি কম। বৃষ্টি শেষ হলেই দ্রুত কাজ শেষ করা হবে।

সড়কের উপর ডিশ ক্যাবল, ওয়াইফাই এবয় টেলিফোনের তার ঝুলে থাকার কারণে মালবাহী ট্রাক চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ার অভিযোগ করলে প্রশাসক বলেন,স্থানীয় ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ীরা তাদের নিজের উদ্যোগে এসব লাইন অপসারণ করবেন। তা না হলে চসিক ব্যবস্থা নিবে।

পরিচ্ছন্ন কর্মীরা কাজের বিনিময়ে টাকা খোঁজে এমন অভিযোগে সুজন বলেন, আপনারা খুশি হয়ে বখশিস দিতে পারেন। তবে জোর করে টাকা খুঁজলে ছবি তুলে আমাকে দেখাবেন। আমি ব্যবস্থা নিব।

নগর পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে চসিকের পাশাপাশি জনসাধারণকে এগিয়ে আনার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সমস্যাগুলোর সমাধান করা হবে। অন্যায়ভাবে কেউ চলতে পারবে না , নগর পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে চসিকের পাশাপাশি আপনাদেরও এগিয়ে আসতে হবে। যে সকল অভিযোগ বৃহৎ হবে সে সকল অভিযোগের পদক্ষেপ সময় নিয়ে সমাধান করা হবে।