বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ফেনী: বাঁধভাঙ্গা জোয়ারে ফুলগাজী ও পরশুরামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে।
অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে মুহুরী নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙে গেছে। পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাঠের ফসল, পুকুরের মাছ, ঘরবাড়ি রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে টানা বৃষ্টিতে ফুলগাজী উপজেলা সদরের উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে, উত্তর শ্রীপুরে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়ে পানি। পরশুরামের সাতকুচিয়া ও জয়পুর এলাকায় মুহুরী নদী রক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। বৃষ্টি বাড়লে নতুন নতুন স্থানে বাঁধ ভাঙার শঙ্কাও রয়েছে।
দরবারপুর ইউনিয়নের জগতপুর গ্রামও সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রাম, পরশুরামের সাতকুচিয়া, জয়পুরসহ ১০ গ্রাম প্লাবিত হয়েছে। দোকান-পাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। আরও বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ডুবে গেছে রাস্তাঘাট, ফসলের মাঠ। ভেসে গেছে পুকুরের মাছ।
স্থানীয়রা জানান, ত্রুটিপূর্ণ বাঁধ নির্মাণের কারণে প্রতিবছরই সামান্য বৃষ্টি হলে নদী রক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। ফুলগাজী বাজার বনিক সমিতির সভাপতি মো. সেলিম বলেন, প্রতিবছরই এভাবে দায়সারা বাঁধের কাজ করা হয়, এতে এলাকার মানুষের সমস্যার স্থায়ী সমাধান কখনও হবে না।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, পানির অতিরিক্ত চাপের কারণে বাঁধের ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা পরিদর্শন করে মেরামতের ব্যবস্থা নেবে। পানি একটু কমলেই মেরামতের কাজ শুরু করা হবে।