বিজনেসটুডে২৪ প্রতিনিধি
মেহেরপুর: মেহেরপুরে সবরি কলার বাম্পার ফলন হয়েছে।
বাজারে এ কলার দাম ও চাহিদা থাকায় লাভবান হচ্ছেন কৃষকরা। চাষিরা জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও মেহেরপুরের মাটি চাষের উপযোগী হওয়ার কারণে সবরি কলার চাষ করে বেশ ভালো ফলন পেয়েছেন।
কৃষক আবু হানিফ বলেন, প্রত্যেক বছর আমার ৯ বিঘা জমিতে সবরি কলার চাষ করে থাকি। এবার আমার ঐ জমিতে এ জাতের কলার চাষ করেছি। কলা চাষে প্রতি বিঘা জমিতে খরচ হয় ২৫ হাজার টাকা। আর প্রতি বিঘা জমিতে ৭৫ থেকে ৮০ হাজার টাকা লাভ হয়।
অন্যান্য ফসলের তুলনায় বেশি ফলন ও ভালো বাজার দর পাওয়ায় জেলার কৃষকরা দিন দিন বাণিজ্যিকভাবে ঝুঁকছেন কলা চাষে। আগামীতে এ জাতের কলার চাষ আরও বৃদ্ধি পাবে। এলাকার শতাধিক কৃষক কলার চাষ করলেও, বাজারজাত, পরিবহন ও ফঁড়িয়া ব্যবসা জড়িয়ে জীবিকা নির্বাজ করছেন অনেকেই। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলার চাহিদা মেটাচ্ছে এখানকার চাষ হওয়া সবরি কলা।
মেহেরপুরের কৃষি অফিসার স্বপন কুমার বলেন, এ অঞ্চল কলা চাষের উপযোগী হওয়ার কারণে কৃষকরা লাভবান হচ্ছেন। আমরা কলা চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। এছাড়া তরকারি খাওয়ার জন্য উন্নত জাতের কাঁচকলা চাষের জন্য উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ।