মেয়র হজ্ব কাফেলার ওমরাহ হজ্বের কার্যক্রম শুরু
মেয়র হজ্ব কাফেলা ট্যুরস্ এন্ড ট্রাভেলস এর ওমরাহ হজ্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর ২০২১ইং) জামালখান প্রেসক্লাবস্থ সংস্থার অফিসে কোরআনখানি, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সংস্থার নির্বাহী পরিচালক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন বলেন সাবেক মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী প্রতিষ্ঠিত মেয়র হজ্ব কাফেলা দীর্ঘ প্রায় ২৬ বছর ধরে হাজী সাহেবানদের খেদমত করে আসছেন। মানসম্পন্ন সেবাদানের ফলে মেয়র হজ্ব কাফেলা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যে কারণে সৌদি সরকার বারবার মেয়র হজ্ব কাফেলাকে সম্মাননা প্রদান করেছেন। করোনাভাইরাস মহামারির কারণে বিগত ২ বছর বিদেশিদের জন্য সৌদি আরবে গিয়ে হজ্ব ও ওমরাহ পালন দীর্ঘদিন বন্ধ থাকলেও বাংলাদেশের জন্য ওমরাহ পালনের নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।
বর্তমানে ওমরাহ কার্যক্রম পরিচালনার নিমিত্তে সৌদি আরবস্থ তরিক আল মাশায়ের ফর ওমরাহ সার্ভিস কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হন মেয়র হজ্ব কাফেলা। এবং অনলাইন কার্যক্রম পরিচালনার জন্য ঐ সংস্থাটির কাছ থেকে পাসওয়ার্ড লাভ করেছে মেয়র হজ্ব কাফেলা। এর ফলে মেয়র হজ্ব কাফেলার মাধ্যমে ওমরাহ পালনে ইচ্ছুকরা সৌদিআরব গমন করতে পারবেন। আগামী ১৫ সেপ্টেম্বর মেয়র হজ্ব কাফেলার প্রথম ওমরাহ গ্রুপ চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরব গমন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। তাই ওমরাহ পালনে আগ্রহীদের সংস্থার কার্যালয়ে যোগাযোগ করে বুকিং নিশ্চিত করার অনুরোধ জানান সুজন। করোনা ভাইরাসের কারনে যারা গত বৎসর ২০২০ সালে ওমরাহ ও হজ্ব পালন করতে পারেন নাই তারা ইচ্ছা করলে ওমরাহ এর সুযোগ গ্রহন করতে পারেন। সংস্থার সাবেক সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ যে সকল হাজী ইন্তেকাল করেন এবং যে সকল হাজ্বী সাহেবান ওমরাহে গমন করবেন তাদের সুখ, শান্তি ও নিরাপত্তা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম নুরুল আনোয়ার।-সংবাদ বিজ্ঞপ্তি