বিজনেসটুডে২৪ প্রতিনিধি
খুলনা: থাইল্যান্ড পতাকাবাহী এলপিজি ট্যাংকার সেন্না-৫ কে জরিমানা করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।
বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন বিজনেসটুডে২৪ প্রতিনিধিকে জানান, ট্যাংকারটির ক্যাপ্টেন অভিযোগ করেছিলেন যে হিরন পয়েন্টে ২৪ জুলাই গভীর রাতে দুর্বৃত্ত হানা দিয়ে স্টোররুম ভেঙ্গে ৪টি মুরিং রোপ নিয়ে সটকে পড়ে। স্থানীয় এজেন্ট মেসার্স সীএশিয়া শিপিং এজেন্সির বরাতে এই অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। অভিযোগটি গুরুত্ব সহকারে নিয়ে বন্দর প্রশাসন তদন্তে নামে। ক্যাপ্টেন, স্থানীয় শিপিং এজেন্ট এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন কর্মকর্তারা। মুরিং রোপ চুরি হওয়ার কোন প্রমাণ মেলেনি তদন্তে। এ পর্যায়ে ক্যাপ্টেন ও চিফ অফিসার তাদের ট্যাংকারের নিজস্ব নিরাপত্তায় গাফিলতি ছিল বলে স্বীকার করেন এবং গণমাধ্যমে চুরির তথ্য প্রচারের জন্য দুঃখ প্রকাশ করেন।
কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, অসত্য অভিযোগ প্রচার ও অভিযোগের সপক্ষে কোন প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হওয়ায় রবিবার ৫০০ মার্কিন ডলার জরিমানা করেছে বন্দর কর্তৃপক্ষ। শিপিং এজেন্ট জরিমানার অর্থ জমা দিয়েছে। এলপিজি ট্যাংকার সেন্না-৫ এর ক্যাপ্টেন-এর অভিযোগ বন্দর কর্তৃপক্ষকেও জানিয়েছিল শিপিং এজেন্ট।
এলপিজি ট্যাংকার সেন্না-৫ এর লিকুইড গ্যাস পরিবহন ক্ষমতা ৫০১৬ মিটার। ১৯৯৬ সালে নির্মিত ট্যাংকারটির দৈর্ঘ্য ৯৯.৫ মিটার।