বিজনেসটুডে২৪ প্রতিনিধি
মোংলা: সরকার গৃহীত নানা পরিকল্পনা বাস্তবায়ন এবং কর্মকর্তাদের প্রচেষ্টার সুফল পেতে শুরু করেছে মোংলা। রবিবার (২৫ অক্টোবর ) দিবাগত রাতে জেটিতে একই সময়ে জাহাজ ছিল ৫টি। যা মোংলা বন্দরের ইতিহাসে এই প্রথম।
বন্দর কর্তৃপক্ষের পরিচালক ( ট্রাফিক ) মো. মোস্তফা কামাল এ প্রসঙ্গে বিজনেসটুডে২৪ প্রতিনিধিকে জানান, রবিবার রাতে সব ক’টি জেটিতে ছিল জাহাজ। একযোগে এসব জাহাজ থেকে পণ্য খালাস চলছিল। ৫,৬,৭,৮ এবং ৯ নম্বর জেটিতে জাহাজ রয়েছে । এগুলোর মধ্যে দু’টি কন্টেইনার জাহাজ, একটি নিয়ে এসেছে গাড়ি, একটি রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল, এবং অপর একটি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে এসেছে।
জানান, মোংলার সক্ষমতা বেড়েছে অনেক্। বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি এবং আনুষঙ্গিক ব্যয় কম হওয়ায় ব্যবসায়ী ও আমদানিকারকরা মোংলার দিকে ঝুঁকছে। বন্দরের সব জেটি জাহাজে পূর্ণ। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মোংলা বন্দরে চলতি মাসে এ পর্যন্ত মোট জাহাজ এসেছে ৬০টি। এগুলোর মধ্যে কন্টেইনার জাহাজ ৫টি।
মোংলার সক্ষমতা বাড়াতে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়সাপেক্ষ ১১টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আরও সাড়ে ৪ হাজার কোটি টাকার ৩টি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে বন্দরের সক্ষমতা আরও বাড়বে। ১০ ফুট ড্রাফট নিয়েও জেটিতে জাহাজ আসতে পারবে।