Home First Lead মহাসড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ৩ বন্ধুর

মহাসড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ৩ বন্ধুর

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মিরেরসরাই ( চট্টগ্রাম): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সুফিয়া রাস্তার মাথায় গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী ৩ বন্ধূ। শুক্রবার ভোর রাত ৪ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ঘটনাস্থলে মৃত্যু হয়েছে মোটরসাইকেলের ৩ আরোহীর। মোটরসাইকেলটিও দুমড়েমুচড়ে একাকার হয়ে গেছে। নিহতরা হলেন: মায়ানী ইউনিয়নের দমদমা বড়ুয়া পাড়ার রুবেল বড়ুয়া (৪০), সানি বড়ুয়া (৪০) ও নিপু বড়ুয়া (৩৮)। অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।

মায়ানী ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ উদ্দিন জানান, মায়ানী ইউনিয়নের বড়ুয়া পাড়ার তিনজন মোটরসাইকেল নিয়ে সুফিয়া রোড় একটি হোটেলে নাস্তা করতে যায়। নাস্তা করে বাড়ি ফেরার পথে দ্রতগামী বাস ধাক্কা দিলে চাপা পড়ে ঘটনাস্থলে তিনজন মারা যায়। তাদের মধ্যে রুবেল বড়ুয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য।

নিহত তিনজন হলেন উপজেলার মায়ানী ইউনিয়নের দমদমা বড়ুয়া পাড়ার রুবেল বড়ুয়া (৪০), সানি বড়ুয়া (৪০) ও নিপু বড়ুয়া (৩৮)। তাঁরা তিনজন বন্ধু ছিলেন। কোনো এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেয়ে ফেরছিলেন তারা।  লাশ আত্মীয়-স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।