বিজনেসটুডে২৪ ডেস্ক
তুরস্কে বসবাসকারী ফিলিস্তিনিদের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগে সন্দেহভাজন ৪৪ জনকে আটক করেছে তুর্কি পুলিশ। এরা ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করছিল বলে বলে ধারণা তুরস্কের।
সন্দেহভাজনরা ব্যক্তিগত পরামর্শদাতা হিসেবে কাজ করার ভান করছিল। তবে তাদের আসল লক্ষ্য ছিল ফিলিস্তিনি এবং ফিলিস্তিনিদের পরিচালিত গ্রুপ এবং এনজিওগুলোকে পর্যবেক্ষণ করা। ফিলিস্তিনিদের ওপর গুপ্তচরবৃত্তি করতে এবং তাদের ব্যক্তিগত তথ্য সরবরাহ করার জন্য আটক ব্যক্তিদের অর্থ প্রদান করেছিল ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ।
এদিকে ইস্তান্বুলের একটি আদালত সন্দেহভাজনদের মধ্যে ৭জনকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে। বাকিদের ইস্তান্বুল পুলিশের সন্ত্রাস-বিরোধী বিভাগ জিজ্ঞাসাবাদ করছে। এর আগে ২০২১ সালে তুর্কি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করেছিল। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কয়েকজন নেতা তুরস্কে বসবাস করছেন। ইসরাইল দীর্ঘদিন ধরেই এদের বহিষ্কার করার জন্য তুরস্কের কাছে আবেদন জানিয়ে আসছে। কিন্তু এরদোগান সরকার তাতে কর্ণপাত করেনি।