বিজনেসটুডে২৪ ডেস্ক
মস্তিষ্কে যে রক্ত জমাট বেঁধেছিল ফুটবলের রাজপুত্রের, অস্ত্রোপচার করে তা বের করা গিয়েছে। মারাদোনার অস্ত্রোপচার সফল, হাসপাতালের তরফে এই খবর ঘোষণা হতেই ওলিভাস ক্লিনিকের বাইরে জড়ো হওয়া কয়েক হাজার সমর্থক। দিয়েগো দিয়েগো চিত্কারে কেঁপে ওঠে হাসপাতল চত্ত্বর।
ভারতীয় সময় সোমবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন মারাদোনা। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় প্রথমে তাঁকে ভর্তি করা হয় লা প্লাতার ইপেনসো ক্লিনিকে।
আন্তর্জাতিক মিডিয়ার একটি অংশে প্রচার হতে থাকে ফুটবলের রাজপুত্রের স্ট্রোক হয়েছে। কিন্তু লা প্লাতার ইপেনসো ক্লিনিকের ডাক্তাররা জানিয়েছেন এই খবর ভিত্তিহীন। তাঁরা জানিয়েছেন, মারাদোনার শরীর গত কয়েকদিন ধরেই ভাল যাচ্ছিল না। তাঁর ডিহাইড্রেশনের সমস্যা রয়েছে। সবচেয়ে বড় সমস্যা মানসিক। আপাতত শারীরিক অবস্থা ঠিক করার জন্য ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে মারাদোনাকে। তাঁর রক্তাল্পতাও রয়েছে।
পরে এমআরআইতে ধরা পড়ে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে রয়েছে। অস্ত্রোপচারের জন্য লা প্লাতার ইপেনসো ক্লিনিক থেকে ওলিভাস ক্লিনিকে ভর্তি করা হয়।
রাশিয়া বিশ্বকাপের সময়েও মাঠে খেলা দেখতে দেখতে অসুস্থ হয়ে পড়েছিলেন। রক্তচাপ বেড়ে গিয়ে গ্যালারিতেই অজ্ঞান হয়ে পড়েন ৮৬-র বিশ্বকাপের বিষ্ময়। সেবারও তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।
মাস দেড়েক আগেই কোভিড পরীক্ষা করিয়েছিলেন নিজের এবং পরিবারের বাকিদের। রিপোর্ট এসেছিল নেগেটিভ। নিজেই সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন মারাদোনা। হাসপাতাল জানিয়েছে, মরাদোনার আর কোনও ঝুঁকি নেই। স্বস্তিতে ফুটবল বিশ্ব।