Home সারাদেশ ময়মনসিংহ বিভাগে আক্রান্তের হার ২৩.৩৭

ময়মনসিংহ বিভাগে আক্রান্তের হার ২৩.৩৭

ময়মনসিংহ থেকে তাপস কর: বিভাগের জামালপুর, ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোণা জেলায় শুক্রবার পর্যন্ত সর্বমোট ২০ হাজার ২শ ৩৮জন লোক আক্রান্ত এবং মৃত্যুবরণ করেছে ২শ ৮৪ জন। এপর্যন্ত ১লাখ ৬১ হাজার ১শ ২৪টি নমুনা টেস্ট করা হয়েছে।

 ময়মনসিংহ বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. মো. শাহ আলম জানান, গত চব্বিশ ঘন্টায় বিভাগের চার জেলায় মোট ৭২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে তন্মধ্যে আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ১৬৯জন। ময়মনসিংহে ১০৮, নেত্রকোণায় ৮, জামালুরে ৩৭ ও শেরপুরে ১৫জন। বিভাগে অক্রান্তর হার ২৩.৩৭ শতাংশ।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮জন করোনায় এবং ৯জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  করোনা ইউনিটে বর্তমানে ৪শ ৩৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন। নতুন ভর্তি হয়েছেন ৫৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।