Home কৃষি কাঙ্খিত দর পেয়ে খুশি বাঁধাকপি চাষীরা

কাঙ্খিত দর পেয়ে খুশি বাঁধাকপি চাষীরা

বিজনেসটুডে২৪ ডেস্ক:

যশোরের ঝিকরগাছা উপজেলায় এবার ৩শ’ হেক্টর জমিতে বাঁধাকপি ও ২৫ হেক্টর জমিতে ফুলকপির চাষাবাদ হয়েছে। কৃষকেরা বাজারে আগামজাত করছেন। উৎপাদন ভালো ও কাঙ্খিত বাজারদর পাওয়ায় খুশি। কৃষকরা জানিয়েছেন, এবার প্রতি বিঘা জমিতে বীজতলা তৈরি, চারা রোপণ, সার, সেচ, কীটনাশক ও পরিচর্যা ইত্যাদি বাবদ খরচ দাঁড়িয়েছে ২০ থেকে ২৫ হাজার টাকা।

উৎপাদিত কপি প্রতি বিঘায় ৬০ থেকে ৮০ মণ হিসেবে কৃষকের মুনাফা হয়েছে ৫০ থেকে ৬০ হাজার টাকা। বারবাকপুর গ্রামের চাষি আলী হোসেন জানান, তিনি ছয় বিঘা জমিতে ফুলকপি ও চার বিঘা জমিতে বাঁধাকপির চাষ করেছেন। এ বছর দেড় বিঘা জমিতে ব্রুকলি সবজি চাষের জন্য বীজতলা প্রস্তুত করেছেন।

জানা গেছে, প্রতি মণ বাঁধাকপি ৮০০ থেকে ১ হাজার টাকা বাজারদর পেয়েছেন কৃষকেরা। আর প্রতি মণ ফুলকপি ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।

কৃষক আসলাম খান বলেন, এ বছর নিজের তিন বিঘা জমিতে বাঁধাকপি ও দুই বিঘা জমিতে ফুলকপির আবাদ করেছেন। প্রতি বিঘায় বাঁধাকপি উৎপাদন হয়েছে ৬০ থেকে ৬৫ মণ। ফুলকপি হয়েছে ৪০ থেকে ৪৫ মণ।

সরেজমিনে দেখা গেছে, কৃষকরা ক্ষেত থেকে বাঁধা ও ফুলকপি তুলতে কর্মব্যস্ত। যেন কথা বলার ফুরসত নেই।

এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের গদখালী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আইয়ুব হোসেন জানান, পরিকল্পিত চাষাবাদে কৃষকরা প্রতিবারের মতো এবারও সাফল্য অর্জন করেছেন। আর্থিকভাবে লাভবান হওয়ায় চাষাবাদে উদ্বুদ্ধ হচ্ছেন কৃষকরা।