বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: যাত্রামোহন সেনগুপ্তের বাড়ি ভাঙার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পাশপাশি বাড়িটি ভাঙার সঙ্গে জড়িতদের ২০ দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশও দেয়া হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ আদালত এ আদেশ দেযন।
রাষ্ট্রপক্ষের কৗসুলি নাজমুল আহসান খান জানান, ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত যাত্রামোহন সেনগুপ্তের ঐতিহাসিক বাড়িটি না ভাঙার ওপর জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করা হয়।
আদালত বিষয়টি আমলে নিয়ে ভবন ভাঙার ওপর নিষেধাজ্ঞা দিয়ে জড়িতদের ২০ দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দিয়েছে। এটি অর্পিত সম্পত্তি। মালিক জেলা প্রশাসন।