Home আকাশপথ যুক্তরাজ্য ফেরত ৬৮ যাত্রী কোয়ারেন্টাইনে

যুক্তরাজ্য ফেরত ৬৮ যাত্রী কোয়ারেন্টাইনে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্য ফেরত আরও ৬৮ জন যাত্রীকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য অধিদফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (কন্ট্রোল রুম) ডা. আবু সাঈদ এসব তথ্য জানান।

এ নিয়ে ১ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি সকাল আটটা পর্যন্ত কোয়ারেন্টাইনে যাওয়া যুক্তরাজ্যফেরত যাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮৪৩ জনে।

এছাড়াও ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসা সর্বমোট ২২ হাজার ৩১৪ জন যাত্রীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।