১৫ ফেব্রুয়ারি জয়েন্ট ওয়ার কমিটি জায়গাটিকে যুদ্ধ কবলিত অঞ্চল হিসেবে ঘোষণা দেয়। আর বাংলার সমৃদ্ধি সেখানে গিয়ে নোঙর ফেলে ২২ ফেব্রুয়ারি, যা প্রশ্নবিদ্ধ।
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: জয়েন্ট ওয়ার কমিটি কর্তৃক ইউক্রেনকে যুদ্ধ কবলিত এলাকা ঘোষণা সত্ত্বেও বিএসসি’র জাহাজ বাংলার সমৃদ্ধি কেন সেখানে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন ( বিএমএমওএ ) । বিএসসি’র জাহাজ পরিচালনায় গাফিলতির অভিযোগ করে তা তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিএমএমওএ শুক্রবার এক বিবৃতিতে ওই আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, ১৫ ফেব্রুয়ারি জয়েন্ট ওয়ার কমিটি জায়গাটিকে যুদ্ধ কবলিত অঞ্চল হিসেবে ঘোষণা দেয়। আর বাংলার সমৃদ্ধি সেখানে গিয়ে নোঙর ফেলে ২২ ফেব্রুয়ারি, যা প্রশ্নবিদ্ধ। চার্টার পার্টি বিধিমালা অনুযায়ী কোন জাহাজ কোম্পানী তার জাহাজের নিরাপত্তার জন্য যুদ্ধকবলিত এবং জলদস্যু প্রবণ এলাকাতে জাহাজ গমনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি/আরোপ করতে পারে।এক্ষেত্রে জাহাজ মালিক কর্তৃপক্ষ বিএসসি-এর পক্ষ থেকে কে জাহাজটিকে যুদ্ধ কবলিত এলাকায় গমনের অনুমতি দিল?
বিবৃতিতে বলা হয়, জাহাজটি যুদ্ধ কবলিত এলাকায় আটকে যাওয়ার পর জাহাজটির নাবিকদের নিরাপদে সরিয়ে আনার কোন পদক্ষেপ পরিলক্ষিত হয় নি।জাহাজ পরিচালনায় বিএসসির সার্বিক অব্যস্থাপনার কারণে আমাদের আজকে এই মৃত্যু ও নাবিকদের দুর্দশা দেখতে হয়েছে এবং রাষ্ট্রীয় মহা মূল্যবান সম্পত্তি এমভি বাংলার সমৃদ্ধি-র এই চরম ক্ষয়-ক্ষতি হয়েছে। এই মৃত্যুর দায় কে নিবে? এই ক্ষয়-ক্ষতির দায় কে নিবে?
এসোসিয়েশনের দাবিসমূহ:
- নিহত থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিসুর রহমানকে রাষ্ট্রীয় বীর ঘোষণা করা হোক এবং তার মরদেহ দেশে আনা হোক। দেশের মাটিতে দাফন হোক।
- ২৮ জন জীবিত নাবিককে অতিদ্রুত নিরাপদে দেশে ফিরিয়ে আনুন এবং তাদের পরিবারের কাছে হস্তান্তর করুন।
- বিএসসি কর্তৃক জাহাজ পরিচালনায় যে গাফিলতি হয়েছে তার সুষ্ঠু তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করা হোক, যেখানে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন’এর ন্যুনতম ২জন প্রতিনিধিকে অর্ন্তভূক্ত করা হোক।
- রকেট হামলার পর জাহাজটিতে মারাত্মকভাবে আগুন ধরে যাওয়ায় জাহাজটি সম্পূর্ণরূপে ধ্বংস হওয়ার আশংকা ছিল। কিন্তু সাহসিকতা ও বীরত্বের সাথে এই আগুন নেভানোয় জাহাজটি সম্পূর্ণরূপে ধ্বংসের
- হাত থেকে রক্ষা পায়। তাই এর নাবিকদের বীরোচিত তৎপরতার জন্য রাষ্ট্রীয়
- সম্মাননা ও পুরষ্কার প্রদান করা হোক।