বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: আজ রবিবার(১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
এবার করোনাভাইরাস পরিস্থিতিতে ১১টি শিক্ষাবোর্ডে বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের ছয়টি পত্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ১৪ লাখ শিক্ষার্থী এসব পরীক্ষায় অংশগ্রহণ করে।
যেভাবে জানা যাবে ফলাফল
শিক্ষার্থীরা মোবাইলেফোন ও ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। শিক্ষাবোর্ড থেকে ফল প্রকাশ হওয়ার পর এসএমএসের মাধ্যমে জানা যাবে।
এসএমএসে সাধারণ শিক্ষাবোর্ডের ফল পেতে HSC<>বোর্ড<>রোল<>সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
উদাহরণ: HSC DHA 123456 2022 টাইপ করে এসএমএস পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। এসএমএস পাঠালেই ফল পাওয়া যাবে।
মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য HSC<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে হবে ১৬২২২ নম্বরে।
টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য HSC<>TEC<>রোল<> সাল লিখে পাঠিয়ে দিতে ১৬২২২ নম্বরে।
আর অনলাইনে ফল পাওয়া যাবে http://www.