বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ভোলা: চরফ্যাশনের দুলারহাটে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠছে স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয়, তাকে কাস্তে গরম করে ছ্যাঁকাও দেওয়া হয়েছে। এমনকি ছ্যাঁকা দেওয়ার পর তাকে চিকিৎসা না দিয়ে ঘরে অবরুদ্ধ করে রাখা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত শুক্রবার রাতে মেয়ের স্বামীকে আসামি করে দুলারহাট থানায় মামলা দায়ের করেছেন। এর আগে সন্ধ্যায় ওই গৃহবধূকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, দুই মাস আগে উপজেলার নীলকমল ইউনিয়নের চর নুরুল আমিন গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রুহুল আমিনের ছেলে মো. হোসাইনের সঙ্গে একই এলাকার মো. মতলবের মেয়ে আসমার বিয়ে হয়। বিয়ের পর থেকে আসমার পরিবারের কাছে যৌতুক চাইছিলেন স্বামী হোসাইন। তবে আসমার পরিবার যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে তার ওপর নির্যাতনের মাত্রা বাড়তে থাকে।
ভুক্তভোগী আসমা জানান, যৌতুকের জন্য নির্যাতনের মাত্রা বাড়তে থাকলে একপর্যায়ে স্বামীকে সংসার করবেন না বলে জানান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে কাস্তে গরম করে আসমার মুখের বাম পাশে ছ্যাঁকা দেওয়া হয়। এরপর তাকে চিকিৎসা না করিয়ে ঘরে অবরুদ্ধ করে রাখে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে আসমার বাবা মো. মতলব মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে জানতে চাইলে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘যৌতুকের দাবিতে গৃহবধূর মুখ পুড়িয়ে দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’