মোঃ আজিজার রহমান দিনাজপুর থেকে: দিনাজপুরে লায়ন্স ক্লাব, শিশু নিকেতন এবং সমাজসেবা অধিদপ্তর এর আয়োজনে ৪০ এতিম কন্যার যৌতুকবিহীন বিয়ের আয়োজন করেছে লায়ন্স ক্লাব। সংগঠনটির স্থায়ী প্রকল্প শিশু নিকেতন (এতিমখানা) এর ৪০ জন নিবাসী মেয়ের একসঙ্গে বিবাহোত্তর বিদায় অনুষ্ঠান জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
২৭ মে শুক্রবার দুপুরে শহরের গ্রীণ ভিউ কমিউনিটি সেন্টারে এ গণবিয়ের আয়োজন করা হয়। উক্ত বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। আরো উপস্থিত ছিলেন, দিনাজপুর শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম।
দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় সমাজসেবা অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ক্যাপিটেশন গ্রান্ট (অনুদান) প্রাপ্ত শিশু নিকেতন হোম (এতিমখানা) এ ২০১৮ সালে ২০ জন নিবাসী কন্যার বিবাহোত্তর বিদায় অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের সচেতন মহল এ মহতি আয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম বলেন,দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় সমাজসেবা অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ক্যাপিটেশন গ্রান্ট (অনুদান) প্রাপ্ত শিশু নিকেতন হোম (এতিমখানা) এর আগে ২০১৮ সালে ২০ জন নিবাসী কন্যার বিবাহোত্তর বিদায় অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের সচেতন মহল এ মহতি আয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
প্রসঙ্গত, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত দিনাজপুর শিশু নিকেতন এ পর্যন্ত ৩ শতাধিক এতিম মেয়েকে বিয়ে দিয়েছে।