বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের এমএইচজেড (MHz) স্পেকট্রাম ব্যান্ড নবায়ন হয়েছে।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কোম্পানিটির ৯০০ (ই-জিএসএম) এমএইচজেড (MHz) এবং ১৮০০ এমএইচজেড স্পেকট্রাম ব্যান্ড নবায়ন করেছে।
ডিএসই সূত্র জানায়, গত ২০ ডিসেম্বর বিটিআরসি রবির ১৫ বছরের জন্য এমএইচজেড স্পেকট্রাম ব্যান্ড নবায়ন করেছে।
২০২৫ সাল পর্যন্ত ৬ কিস্তিতে রবি এই টাকা পরিশোধের মাধ্যমে রবিকে স্পেকট্রাম ফি বাবদ ২৩ কোটি ৯৭ লাখ ৭২ হাজার টাকা ব্যয় করতে হবে।