রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে লংগদু উপজেলায় ধরা পড়েছে বিরল প্রজাতির রাক্ষুসে সাকার মাউথ ক্যাটফিস।
মঙ্গলবার সকালে আটারক ছড়া গ্রামে এই মাছ ২ টি ধরা পড়ে। সকালে জাল দিয়ে জহুরুল মাছ ধরতে গেলে তার জালে মাছ দুটো আটকা পড়ে। তিনি প্রথমে মাছটি বাজারে নিয়ে গেলে উৎসুক জনতা দেখতে আসে।
এ বিষয়ে লংগদু উপজেলার মৎস্য কর্মকর্তা নব আলো জানান: সাকার মাছ দেশীয় প্রজাতির জন্য হুমকি। যে নদীতে সাকার মাছ থাকবে সেখানে দেশীয় প্রজাতির মাছ খেয়ে ফেলবে। হুমকির মুখে পড়তে হবে দেশীয় প্রজাতির মাছ।
তিনি আরও বলেন, এরা মুখ দিয়ে ময়লা- আবর্জনা টেনে নেয় এবং দূষিত পানিতেও বেঁচে থাকে। এ মাছের কাটা বেশি, মাংস কম। অন্যদিকে ক্ষতিকর। তাই এ মাছ মানুষ খেতে চায় না এবং খাওয়া অনুপযোগী। এ মাছকে মেরে ফেলা। এ ধরনের সাকার ফিস জেলেদের জালে ধরা পড়ার সাথে সাথে মেরে ফেলতে হবে।