শাকিল মন্ডল, রাঙামাটি থেকে: ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে পার্বত্য জেলা রাঙামাটিতে। হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের বেশিরভাগই নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত। আক্রান্তদের অধিকাংশ শিশু ও বয়স্ক ।
রাঙামাটি সদর হাসপাতাল সূত্রে জানা গেছে,পাঁচদিন ধরে ঠান্ডাজনিত রোগ নিয়ে বৃদ্ধ ও শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। বিপুলসংখ্যক রোগীর সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের। অধিকাংশই শীতজনিত নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত।
২৪ঘন্টায় রাঙামাটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। নতুন করে ৯২জন করোনা আক্রান্ত হয়েছেন। রাঙামাটি পিসিআর ল্যাবে ১১৭জন এবং এন্টিজিনায় ৭৮জন নমুনা পরিক্ষা করেছেন। সর্বমোট ১৯৫জনের মধ্যে ৯২জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। নমুনা পরিক্ষার অনুপাতে শনাক্তের হার ৪৭.১৮ শতাংশ।
জেলায় এ পর্যন্ত ২৮হাজার ৫৫৮জন নমুনা পরিক্ষা করেছেন। তাদের মধ্যে নেগেটিভ এসেছে ২৩হাজার ৬৭৮জনের। পজিটিভ এসেছে ৪ হাজার ৮৮০জনের। এ পর্যন্ত মোট মারা গেছেন-৩৪জন।
প্রথম ডোজের টিকা নিয়েছেন- ৪লাখ ১২হাজার ৮৫৬জন এবং ৩লাখ ৩হাজার ৪৩৮জন। আইসোলেশনে আছেন ০২জন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা: শওকত আকবর বলেন- রাঙামাটিতে করোনা রোগীর সংখ্যা বাড়লেও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কম। কেননা আমরা জেলার বেশিরভাগ মানুষকে টিকার আওতায় আনতে পেরেছি। এখন মুখে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমে যাবে।
ডা: শওকত আরও বলেন- এখন যেহেতু শীতের মৌসুম তাই নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে।