Home Second Lead রাজধানীর পথে পথে তল্লাশিচৌকি

রাজধানীর পথে পথে তল্লাশিচৌকি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর পথে পথে তল্লাশিচৌকি বসিয়েছে পুলিশ। সেখানে তল্লাশি করা হচ্ছে সবাইকে; বিশেষ করে টার্মিনাল এলাকায় পুলিশের এ ধরনের কার্যক্রম বেশি দেখা গেছে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। ওই রাস্তায় বন্ধ আছে সব ধরনের যান চলাচল। নয়াপল্টনের আশপাশের গলির মুখেও রয়েছে পুলিশ।

বিজয়নগর মোড় থেকে নয়াপল্টনে যাওয়ার রাস্তায় চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে সেই রাস্তায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফকিরাপুল রোডেও পুলিশ ব্যারিকেড দিয়ে লোকজনকে তল্লাশি করছে।

বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং কয়েকশ জন আহত হয়েছেন।

গতকাল থেকে রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর, কমলাপুর রেলস্টেশন, গাবতলী, পোস্তগোলা সেতু, বাবুবাজার সেতু, সদরঘাটের লঞ্চঘাট, পূর্বাচল ৩০০ ফুট সড়ক, কাঁচপুর সেতুসহ বেশ কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি দেখা গেছে। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

রাজধানীর প্রবেশমুখ গাজীপুর মহানগরীর টঙ্গী সেতুর উত্তর প্রান্তে তল্লাশিচৌকি বসিয়েছে পুলিশ।

কমলাপুর রেলস্টেশনের কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রেন থেকে নেমে বের হওয়ার প্রধান গেটে আসার পর তল্লাশি করা হচ্ছে। একই সঙ্গে ঢাকায় আসার উদ্দেশ্য সম্পর্কেও জানতে চাওয়া হচ্ছে। একই চিত্র দেখা গেছে, রাজধানীর বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও।

উল্লেখ্য, বিএনপি সমাবেশের জন্য নয়াপল্টনে আবেদন করলেও পুলিশ ২৬ শর্তে তাদের সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেয়। কারণ বড় মাঠে পুলিশের পক্ষে নজরদারি করা সম্ভব। কিন্তু নয়াপল্টনে বিএনপি পার্টি অফিসের আশপাশের গলি ও এলাকাটি জনবহুল হওয়ায় সেখানে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে গোয়েন্দা প্রতিবেদনে তুলে ধরা হয়। বিএনপি নয়াপল্টনে সমাবেশের বিষয়ে অনড় অবস্থানে রয়েছে।