বিজনেসটুডে২৪ সংবাদদাতা
রাজশাহী : এবারে বোরো মওসুমে রাজশাহীতে বাম্পার ফলনের আশা করা হচ্ছে। জেলার ৯ উপজেলার প্রতিটি মাঠের বুকে এখন সবুজের সমারোহ।
উত্তরাঞ্চলের এই জেলা বরেন্দ্র এলাকা হিসাবে পরিচিত। এ অঞ্চলের কৃষকরা এবার বোরো ধান চাষকে স্বপ্ন হিসাবে দেখছেন। যে দিকে তাকায় সোনালী ধানের শীষ।
জেলার প্রতিটি মাঠ কৃষকদের আনন্দে মুখর করে তুলেছে।কৃষকরা ধান কাটার অপেক্ষার প্রহর গুনছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবারে ইরি বোরো মৌসুমে ৯ উপজেলায় আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২লাখ ৬৫ হাজার ২৫০ হেক্টর। ২লাখ ৬৬ হাজার ২৬৬ হেক্টরে আবাদ হয়েছে। ইতিমধ্যে কিছু ধান কাটা হয়েছে। ফলন পাওয়া গেছে প্রতি বিঘায় ২০ মন ৷
উফশী জাত যেমন, ব্রিধান ২৮,২৯ এগুলো আগামী ১০-১২ দিনের মধ্যে কর্তন উপযোগী হবে৷ বরেন্দ্র অঞ্চলের গভীর নলকূপের আওয়তায় কৃষকরা সঠিক নিয়ম অনুসারে সেচ দিয়ে সুফল পাচ্ছেন। চলতি মৌসুমে লোডশেডিংও হয়নি।
গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শফিকুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগ (কালবৈশাখি ঝড়) না হলে, এবার বোরো ধানের বাম্পার ফলন হবে। এতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। জানান,
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক কৃষিবিদ মো. শামছুল হক বলেন, রাজশাহী জেলায় কোন শ্রমিক সংকট নেই৷ এখান থেকে হাওড় অঞ্চলে শ্রমিক পাঠানো হয়েছে৷ সরকার ৫০% ভর্তুকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টার সরবরাহ করা হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে খুব তাড়াতাড়ি কৃষকরা সহজেই ধান কর্তন এবং ঝাড়াই মাড়াই সহ ঘরে তুলতে পারবেন।