Home সারাদেশ রামগড়ে  অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী গ্রেপ্তার

রামগড়ে  অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী গ্রেপ্তার

রামগড় (খাগড়াছড়ি)থেকে সংবাদদাতা: সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের অধীনস্থ বাটনাতলী আর্মি ক্যাম্প অভিযান চালিয়ে রামগড় উপজেলার গুজাপাড়া থেকে বিদেশী অস্ত্রসহ ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের পোস্ট কমান্ডার মংসানু মারমাকে আটক করেছে।
আটক মংসানু মারমা (৪৪) জেলার মানিকছড়ি উপজেলার সদুরখীল এলাকার মৃত মংক্য মারমার ছেলে। তিনি প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এর পাতাছড়া ইউনিয়ন পোস্ট কমান্ডারের দায়িত্বে নিযুক্ত ছিলেন।
এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড এ্যামোনিশন, ২ টি চাকু, চাঁদা আদায়ের রশিদ বই এবং ১টি ব্যাগ উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার  বিকেলে সেনাবাহিনীর টহলের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে, একই সময়ে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে মংসানুকে আটক করা হয়। মংসানুসহ তার দলটি উক্ত এলাকাতে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছিল বলে জানা গেছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুজ্জামান জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মংসানু মারমাকে রাতে থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালত তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।