বিজনেসটুডে২৪ প্রতিনিধি
রামগড়: রামগড় পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের সাড়ে ২৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোন করারোপ করা হয়নি।
সোমবার পৌর মেয়র রফিকুল আলম কামাল বাজেট ঘোষণা করেন। ২৬ কোটি ৪৪ লাখ ৪৯ হাজার ৩৯৩ টাকার এ বাজেট ঘোষণাকালে মেয়র বলেন, তিন কোটি ৪১ লাখ টাকা ঋণ নিয়ে তিনি এক বছর আগে দায়িত্ব গ্রহণ করেন। ধাপে ধাপে পৌরসভার আয় দিয়ে এ পর্যন্ত ঋণ পরিশোধ করা হয়েছে ৫০ লাখ টাকার বেশি। পাশাপাশি চলমান রয়েছে উন্নয়নমূলক কাজ।
তিনি আরো বলেন, পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা ও মান সম্পন্ন সেবা দেয়ার লক্ষ্য রেখে এ বাজেট করা হয়েছে।বাজেটে রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে তিন কোটি ১৯ লাখ ২৩ হাজার টাকা এবং উন্নয়ন খাতে সরকারি ও বিশেষ আয় ধরা হয়েছে ২৭ কোটি টাকা। এরমধ্যে প্রান্তিক জের চার কোটি ৩১ লাখ ২৮ হাজার টাকা। পৌরসভার উন্নয়ন, বেতনসহ সব খাতে মোট আয়ের সব টাকা ব্যয় দেখানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৪৩ বিজিবি রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, রামগড় কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত, সাবেক সংসদ সদস্য এ কে এম আলীম উল্যাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন প্রমুখ।