বিজনেসটুডে২৪ ডেস্ক
মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি ব্রিটিশ জনপ্রতিনিধিদের কাছে সরাসরি আবেদন জানান রাশিয়াকে ‘জঙ্গী দেশ ’ আখ্যা দেয়ার জন্য।
জেলেনস্কির ভাষণ ঘিরে পার্লামেন্টের অন্দরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে উদ্দেশ্য করে জেলেনস্কি তিনি বলেন, “আমরা আপনাদের সাহায্যের অপেক্ষায় আছি। আমরা পশ্চিমী দেশগুলির সাহায্যের অপেক্ষায় আছি। আপনারা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। বরিস, আমি আপনার কাছে কৃতজ্ঞ।”
ইতিমধ্যেই রাশিয়ার উপর একগুচ্ছ বিধিনিষেধ জারি করা হয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত রাশিয়া থেকে ইউরোপের দেশগুলিতে তেল সরবরাহ বন্ধ হয়নি। জেলেনস্কির অনুরোধ, অবিলম্বে ইউক্রেনের আকাশকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হোক। কিন্তু, আমেরিকা ও তার সহযোগীরা এখনও এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
এদিনের এই বিশেষ ভার্চুয়াল ভাষণে জেলেনস্কি ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের যুদ্ধের প্রতিদিনের বিস্তারিত বিববরণ দেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের উপর হামলা শুরু করে রাশিয়া। সেই সময় থেকে এখনও পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে, তার সবটুকুর বিবরণ দেন তিনি।
জেলেনস্কি বলেন, “যা একান্তভাবেই আমাদের, তাকে আমরা কোনওভাবেই হারাতে পারব না। একদিন ঠিক এভাবেই আপনারাও নাৎজিদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সেদিন ওরা আপনাদের উপর হামলা চালিয়েছিল। আর আপনারা লড়াই করেছিলেন ব্রিটেনকে বাঁচানোর জন্য।”
এদিন জেলেনস্কির গলায় শেকসপীয়রের বিখ্যাত “টু বি, অর নট টু বি” উক্তিও শোনা যায়। তিনি বলেন, “টু বি, অর নট টু বি… ইট’স ডেফিনিটলি ইয়েস, টু বি!”