বিজনেসটুডে২৪ ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মোদি সরকারের কাছে গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণা করার দাবি জানিয়েছেন। তিনি সরকারের কাছে ৩৩ দিনের চরম সময়সীমা রেখেছেন, যার মধ্যে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা না করলে একটি বড় আন্দোলন চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আগামী ১৭ মার্চ, ২০২৫ পর্যন্ত সরকার এই দাবি পূরণ না করলে দিল্লির রামলীলা ময়দানে একটি বিশাল প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হবে বলে জানিয়েছেন শঙ্করাচার্য।
গরু রাষ্ট্রমাতা ঘোষণা করার দাবিতে আন্দোলন
গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করার দাবি বহুদিন ধরেই হিন্দু সংগঠনগুলোর পক্ষ থেকে ওঠে আসছে। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই দাবির প্রতি যথাযথ মনোযোগ দেওয়া হয়নি। এই কারণে শঙ্করাচার্য ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, “আগামী ১৭ মার্চের মধ্যে সরকার যদি গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা না করে, তবে দিল্লির রামলীলা ময়দানে ‘গো প্রতিষ্ঠা নির্ণায়ক দিবস’ অনুষ্ঠিত হবে।”