ঢাকা: রূপালী ব্যাংক লিমিটেডের ‘সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট)’ পদের মৌখিক পরীক্ষা ২৭ ডিসেম্বর বেলা ২টায় শুরু হবে ।
৩ ডিসেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ ৫১ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) তত্ত্বাবধানে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান ভবনে (চতুর্থ তলা) অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।
২৭ ডিসেম্বর ২৬ জনের মৌখিক পরীক্ষা হবে। ২০৪২৬, ২০৪৯৯, ২০৭৩৮, ২০৭৯৯, ২০৯৩০, ২০৯৪১, ২০৯৮১, ২১০০৫, ২১০৭৬, ২১০৮৫, ২১৩৯৩, ২১৫৭৫, ২১৫৮০, ২১৯৯২, ২২০৬৫, ২২০৮৬, ২২২৭১, ২২৩৮৬, ২২৪১৭, ২২৪৩৪, ২২৯৮১, ২৩১৫৫, ২৩২৫৩, ২৩৫২০, ২৩৬৭৮, ২৩৬৯৬ রোল নম্বরের মৌখিক পরীক্ষা হবে এদিন।
২৮ ডিসেম্বর ২৫ জনের মোখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৩৭৫৫, ২৩৮৩৮, ২৩৮৪১, ২৩৯৯৫, ২৪৬১৮, ২৪৭০৮, ২৫০৩৬, ২৫০৮২, ২৫২৯৬, ২৫৫৩৬, ২৫৬৭৯, ২৬১৭৭, ২৬২৪৭, ২৬২৫৪, ২৬৩১০, ২৬৫৭৪, ২৬৬৯৬, ২৬৭০৮, ২৬৭৮৪, ২৬৭৮৮, ২৬৮০৮, ২৭১৫৪, ২৭২৬৪, ২৭৪৫১, ২৮৩৬৭ রোল নম্বরের মৌখিক পরীক্ষা হবে ওই দিন।
লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের অনলাইন আবেদনের সমর্থনে কাগজপত্র জমা দিতে বলেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।
-বিজনেসটুডে২৪ ডেস্ক