বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান
নিউ ইয়র্ক: নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে দুই দিনব্যাপী বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০২৪ অনুষ্ঠিত হয়। বৈধভাবে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশ বিনির্মানে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে এই মেলায়।
গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মার্ক জেফ, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ারের যুগ্ন আহ্বায়ক রায়হানুল ইসলাম চৌধুরী যৌথভাবে ফিতা কেটে গত ২০ অক্টোবর নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে দুই দিনের বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০২৪ উদ্বোধন করেন।
বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ারের ২০২৪ এর প্রধান সমন্বয়ক বিশ্বজিত সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মার্ক জেফ লিগাল চ্যানেলে বাংলাদেশে টাকা পাঠানোর উপর গুরুত্ব আরোপ করে অভিবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ রেমিট্যান্সের প্রেরণে আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন গত কয়েক বছর ধরেই আমেরিকা প্রবাসী বাংলাদেশীরা লিগাল রেমিট্যান্স প্রদানে বিশ্বের প্রথম তিনটি দেশের মধ্যে থাকছে।
বৈধ রেমিট্যান্স প্রদানে মানুষকে আরো বেশি উদ্বুদ্ধ করে। বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ারের যুগ্ম আহ্বায়ক রায়হানুল ইসলাম চৌধুরী বলেন, পরিবর্তিত বাংলাদেশের অর্থনৈতিক বিকাশে বৈধ রেমিট্যান্স পাঠানোর কোন বিকল্প নেই ।
বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০২৪ উদযাপন উপলক্ষে জ্যামাইকার পারফর্মিং আর্টস সেন্টারকে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় পতাকা দিয়ে অনুষ্ঠানের স্থা্নটি সাজানো হয়। আনন্দমুখর এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী নারীরা লাল-সবুজের শাড়ী পরে মিনি বাংলাদেশের রূপ ধারণ করে।
ঢাকা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই রেমিট্যান্স ফেয়ারে ঢাকা ব্যাংক ছাড়াও ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, অগ্রণী ব্যাংক, উত্তরা ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া মানি এক্সচেঞ্জসহ বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠান অংশ নেয়।
এই উপলক্ষ্যে সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংক এবং ঢাকা ব্যাংক এর চেয়ারম্যান আব্দুল হাই সকরকার, ন্যাশনাল ব্যাংকের চেয়রম্যান আব্দুল আউয়াল মিন্টু ও ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোঃ ওবায়েদ উল্লাহ আল মামুন শুভেচ্ছা বাণীর মাধ্যমে বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০২৪ এর গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আয়োজকদের অভিনন্দন জানিয়েছেন।