বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নোয়াখালী: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১১ এর সদস্যরা এখানে অপরাধপ্রবণ স্থানসমূহে রোবাস্ট পেট্রোলিং প্রোগ্রাম শুরু করেছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
বাস, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনে ক্ষতিকর কিছু বহণ করা হচ্ছে কি তা খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহ হলে চলছে জিজ্ঞাসাবাদ।
এ বিষয়ে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন- চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে সোমবার রাত থেকে নোয়াখালীর বিভিন্ন স্থানে রোবাস্ট পেট্রোলিং প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি এবং অপরাধীদের সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
যতোদিন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে না আসবে, ততোদিন এই কার্যক্রম চলবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।