বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বুধবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিক্সটি নাইন ও এপিটাপ গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময়ে সূর্যসেন হলের বেশ কিছু কক্ষ ভাংচুর হয়েছে।
গ্রুপ দু’টি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। দুটি গ্রুপই শাটল ট্রেনের বগিভিত্তিক।
বুধবার রাত ১০টার দিকে সূর্যসেন হলে এ ঘটনার সূত্রপাত হয় এক জুনিয়র কর্মীকে র্যাগিং দেয়া নিয়ে। জানা যায়, সন্ধ্যায় সিক্সটি নাইন গ্রুপের ২০২০-২১ সেশনের এক কর্মীকে আটক ও র্যাগ দেন এপিটাপ গ্রুপের কর্মীরা। এ ঘটনা জানাজানি হলে রাত দশটার দিকে সংঘর্ষে জড়ান সিক্সটি নাইন ও এপিটাপ গ্রুপের কর্মীরা। দফায় দফায় চলা এ সংঘর্ষে উভয় গ্রুপের ২০ জন নেতাকর্মী আহত হন।
আহতদের চবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এক গ্রুপের দাবি তাদের কর্মীকে র্যাগিং করা হয়েছে। তবে র্যাগিং নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। র্যাগিং করা হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।