বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: নতুন করে সাতদিনের লকডাউন শুরু হচ্ছে আগামী সোমবার থেকে। তবে বাংলাদেশ গেমসে পড়বে না কোন প্রভাব। গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান বশির আহমেদ মামুন জানিয়েছেন শুধুমাত্র সরকারি প্রজ্ঞাপন পাওয়ার পর গেমস বন্ধ হবে।
১ এপ্রিল অনেকটা ঝুঁকি নিয়ে দেশের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের পর্দা উঠে। ১০ এপ্রিল পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট। দেশব্যাপী সাতটি জেলার ২৯টি ভেন্যুর এই ক্রীড়াযজ্ঞে ৩১ ডিসিপ্লিনের ৫ হাজার ৩০০ ক্রীড়াবিদ ১২শ’ ৭১টি পদকের জন্য লড়ছেন। এর মধ্যে সোনা ও রৌপ্য পদক রয়েছে ৩শ’ ৭৮টি। এরই মধ্যে কয়েকটি ইভেন্টের লড়াই শেষ হয়েছে। দুই-একদিনের মধ্যে আরও কয়েকটি ইভেন্ট চূড়ান্ত হবে। তবে সোমবার থেকে লকডাউন ঘোষণা করায় বাংলাদেশ গেমস চলবে কিনা সংশয় দেখা দিয়েছে। তবে গেমসের আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েসন এবং গেমস পরিচালনা কমিটি সরকারের প্রজ্ঞাপনের অপেক্ষায়।
সোমবার বাংলাদেশ গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান বশির আহমেদ মামুন বলেন,‘সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত গেমস চলতেই থাকবে। প্রজ্ঞাপন জারি হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে গেমস এর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। যেহেতু ৪ এপ্রিল পর্যন্ত অনেকগুলো ইভেন্টের ফাইনাল তাই ওই সময় পর্যন্ত গেম চলবে।’