Home Third Lead লকডাউনে ইপিজেড খোলা রাখার দাবি

লকডাউনে ইপিজেড খোলা রাখার দাবি


বিজনেসটুডে২৪ প্রতিনিধি 
চট্টগ্রাম: করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) খোলা রাখার প্রস্তাব দিয়েছে ইপিজেডের বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেপজিয়া)।
পাশাপাশি রফতানিকারক শিল্পপ্রতিষ্ঠানকে লকডাউনের আওতামুক্ত রাখার অনুরোধ জানিয়েছে তারা। 
এজন্য বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) বরাবর চিঠিও দিয়েছে সংগঠনটি।
বেপজিয়া চেয়ারম্যান ও প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান এম নাসির উদ্দিনের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ইপিজেডে সারা দেশের বিভিন্ন এলাকার শ্রমিকরা কাজ করেন। লকডাউন কিংবা শাটডাউনে কলকারখানা বন্ধ ঘোষণা করা হলে সঙ্গে সঙ্গে তারা বাড়ির উদ্দেশে যাত্রা করবেন। এতে সংক্রমণ ব্যাপক হারে বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এছাড়া সামনে ঈদ। ফলে শ্রমিকদের বেতন-বোনাসসহ ছুটির বিষয়ও রয়েছে। তাই এই লকডাউনে ইপিজেড খোলা রাখাসহ রফতানিসংশ্লিষ্ট সব সরকারি কার্যক্রম খোলা রাখার প্রস্তাব রাখছে।
সংগঠনটি বলছে, গত বছরের টানা লকডাউনে ক্রয়াদেশ বাতিলসহ নতুন ক্রেতাদের অনাগ্রহ অনেকটা বিপাকে ফেলেছে ইপিজেডের বিনিয়োগকারীদের। বেতন-বোনাস নিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের।
গেল বছর লকডাউনে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে ইপিজেডের রফতানিকারকদের। নতুন ক্রয়াদেশ এবং তা সময়মতো রফতানি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার ওপর নতুন করে লকডাউন কিংবা শাটডাউন ঘোষণায় শঙ্কিত ব্যবসায়ীরা।