বিজনেসটুডে২৪ ডেস্ক
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউন দিতে দেরি করায় যুক্তরাজ্যে বেশি প্রাণহানি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
করোনাভাইরাস বিষয়ে ব্রিটিশ সরকারের একজন উপদেষ্টা বলেন, দেশটি আরও আগে লকডাউন জারি করতে ব্যর্থ হওয়ায় অনেক প্রাণহানি ঘটেছে।
অধ্যাপক জন এডমান্ডস বিবিসিকে বলেন, মার্চের তথ্য এবং তার ভাষায় পরিস্থিতি সম্পর্কে সচেতনতা খুবই খারাপ ছিল।
তবে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, সরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপই নিয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাসে প্রাণহানির দিক থেকে বিশ্বে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে প্রাণহানি ৪০ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তও প্রায় তিন লাখ।
এদিকে তারা দুজনেই বলছেন, ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে বিক্ষোভকারীদের জমায়েত সংক্রমণ বিস্তারে নতুন ঝুঁকি তৈরি করেছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই বিক্ষোভ মানুষের জীবনের জন্য ঝুঁকির কারণ।
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে গলায় হাঁটু চেপে পুলিশ নির্মমভাবে হত্যা করলে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভের আঁচ লেগেছে যুক্তরাজ্যেও।