Home জাতীয় লকডাউন বাড়লো

লকডাউন বাড়লো

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনের মেয়াদ আরও ৭দিন বাড়ানো হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

আগামী ৬ জুন পর্যন্ত বিধিনিষেধ বহাল থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রবিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সকল বিধিনিষেধ আরোপের সময়সীমা ৩০ মে মধ্যরাত থেকে ৬ জুন মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।

এর আগে আজ রবিবার মধ্যরাত পর্যন্ত চলমান বিধিনিষেধের সময় ছিল।

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ৫ এপ্রিল সকাল ৬টা থেকে লকডাউন শুরু হয়। পরে ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের ‌‘কঠোর লকডাউন’ শুরু হয়। পরে পাঁচ দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়।