Home আকাশপথ লন্ডন ফেরত ৪৮ যাত্রী কোয়ারেন্টিনে

লন্ডন ফেরত ৪৮ যাত্রী কোয়ারেন্টিনে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সিলেট: লন্ডন থেকে দেশে ফেরা ৪৮ যাত্রীকে সরকার নির্ধারিত নিয়মে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাদের জন্য দুটি হোটেল নির্ধারণ করা হয়েছে। সেখানে তাদের সবাইকেই নিজ খরচে ১৪ দিন কোয়ারাইন্টানে থাকতে হবে।

সোমবার (০৪ জানুয়ারি) দুপুরে সিলেট ওসমানী বিমানবন্দরে ৪৮জন যাত্রী বহনকারী বাংলাদেশ বিমানের (বিজি ২০২) ফ্লাইটি অবতরণের পর তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়।

এর আগে (২৮ ডিসেম্বর) মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত হয়, লন্ডন থেকে দেশে এলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হবে। হোটেলে কোয়ারেন্টাইনে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে হোটেল খরচ দিতে হবে।

যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন দ্রুত ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়।