বিজনেসটুডে২৪ প্রতিনিধি
বাগেরহাট: মোংলা বন্দরের পশুর চ্যানেলে অবস্থানরত লাইটার জাহাজ এমভি ডিটলেন্ডে থেকে এক নাবিকের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যার পর জাহাজের পণ্য রাখার ক্যাবিন থেকে লাশ উদ্ধার করা হয়।
লাইটারের মাষ্টার আনোয়ার হোসেন বলেন, গত দুইদিন পূর্বে ঢাকা থেকে পশুর চ্যানেলে ১নং বয়া এলাকায় নোঙ্গর করে এমভি ডিটলেন্ডে। লাইটারটি মোংলা বন্দরের একটি বাণিজ্যিক মাদার ভ্যাসেল থেকে সার বোঝাই কর পুনরায় ঢাকায় ছেড়ে যাওযার কথা ছিল। মাস্টারসহ ১২ জন নাবিক লাইটারটিতে। বৃহস্পতিবার দুপুরের পর নাবিক আবুল বাসার (৫৫) কাউকে কিছু না বলে লাইটার জাহাজটির মাথায় গিয়ে পণ্য বোঝাইয়ের কেবিনে নামে। সেখান থেকে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে অন্য নাবিকরা। সন্ধ্যার পর কেবিনে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে জাহাজে থাকা নাবিকরা।
আবুল বাসার ফরিদপুর বোয়ালমারী এলাকার মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে। গত ৬ বছর যাবত এমভি ডিটলেন্ডে কর্মরত।
বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানায়, লাশ উদ্ধার করা হয়েছে। কি কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন সে ব্যাপারে অনুসন্ধান চলছে।