Home জাতীয় ভাটি বাংলার কৃতি সন্তান বাবরকে প্রাণঢালা সংবর্ধনা

ভাটি বাংলার কৃতি সন্তান বাবরকে প্রাণঢালা সংবর্ধনা

বক্তব্য রাখছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নেত্রকোনা: ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন ভাটি বাংলার কৃতি সন্তান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে গণসংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছান তিনি। এ সময় লাখো মানুষের কণ্ঠে স্লোগানে স্লোগানে উচ্চারিত হয় ‘দুর্দিনের বাবর ভাই, আমরা তোমায় ভুলি নাই’। লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, গত সাড়ে ১৭ বছর আমি মিথ্যা মামলায় কারাগারে ছিলাম। পুরো পৃথিবীতে এতো দীর্ঘ দণ্ড কারও ছিল না, যা আমাকে দেওয়া হয়েছে। আপনাদের ভালোবাসা আর আল্লাহর মেহেরবানিতে আমি আজ আপনাদের সামনে মুক্ত বাতাসে আসতে পেরেছি।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় সাত মিনিট বক্তব্য দেন লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি। কিন্তু একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে কারাগারে রাখা হয়েছিল। আল্লাহ আপনাদের দোয়া কবুল করে আমাকে মুক্তি দিয়েছেন। দেশের জনগণের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে আমি কোনো কাজ করিনি। জনগণের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমি জীবন দিতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ আমার নেতা তারেক রহমান ও নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে আমাকে চাপ দিয়েছিল। কিন্তু আমি এসব পরোয়া করিনি, শুধু আল্লাহকে ডেকেছি। সত্যের জয় হয়েছে।’

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশে এখনো ষড়যন্ত্র চলছে। আমি দলীয় নেতা-কর্মী, ভাই-বোনদের বলছি— কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য আমি বর্তমান সরকারকে অনুরোধ জানাই। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার যাতে আসতে পারে, সে জন্য সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। গণতন্ত্র রক্ষার জন্য আপনারা প্রস্তুত থাকুন। তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন দেশ গড়ে তুলব। নির্বাচনে যদি আমরা জয়ী হই, তবে আমার নিজ জেলা নেত্রকোনায় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।’

মোক্তারপাড়া সমাবেশ শেষ করে তিনি হজরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি (রা.) এর কবর জিয়ারত করে এবং নিজ বাড়ি মদনে যান।

লুৎফুজ্জামান বাবর ১৯৫৮ সালের ১০ অক্টোবর নেত্রকোনার হাওরবেষ্টিত মদন উপজেলার বাড়িভাদেরা গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবা এ কে লুৎফর রহমান, মা জোবায়দা রহমান। বাবা ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। চার ভাই ও তিন বোনের মধ্যে লুৎফুজ্জামান বাবর তৃতীয়। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালে তিনি বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০০১ সালে সংসদ সদস্য হওয়ার পর তিনি তৎকালীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন। ২০০৭ সাল থেকে গ্রেনেড হামলা মামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলায় জেলে ছিলেন লুৎফুজ্জামান বাবর।